Site icon Amra Moulvibazari

শেরপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ নারী আটক

শেরপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ নারী আটক


 

শেরপুর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ রহিমা বেগম (৫৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী।

রোববার (৩ নভেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রহিমা ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত ১২ টার দিকে রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নূর মোহাম্মদের স্ত্রী রহিমা বেগমের কাছে থাকা ৩৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫০ হাজার টাকা জব্দ করা হয়। সেইসঙ্গে মাদক বিক্রি ও মজুতের অপরাধে রহিমা বেগমকে আটক করা হয়। অভিযানের খবর টের পেয়ে রহিমা বেগমের ছেলে রফিকুল ইসলাম (৩৯) পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ জানান, শেরপুর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় রোববার দিনগত রাতে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী যৌধ অভিযান পরিচালনা করি। এসময় মাদক বিক্রি ও মজুতের অভিযোগে সদর উপজেলার নাওভাঙা গ্রামের নূর মোহাম্মদের স্ত্রীকে ৩৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫০ হাজার নগদ টাকাসহ হাতেনাতে আটক করি। তবে রহিমা বেগমের ছেলে রফিকুলকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইমরান হাসান রাব্বী/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version