Site icon Amra Moulvibazari

বগির দাবিতে ২ ঘণ্টা ট্রেন আটকে রেখে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগির দাবিতে ২ ঘণ্টা ট্রেন আটকে রেখে শিক্ষার্থীদের বিক্ষোভ


টিকিট কেটেও আসন না পাওয়ায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনটির কয়েকশত যাত্রী।

রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে ট্রেনটি গন্তব্যে যায়।

বিএল কলেজের ভুগোল বিভাগের গোবিন্দ চন্দ্র ঘোষ বলেন, ফিল্ড ওয়ার্কের জন্য ভূগোল বিভাগের ৬০ শিক্ষার্থী অনলাইনে ট্রেনের টিকিট কেটে রাখেন। কিন্তু রাতে স্টেশনে এসে দেখেন আমাদের জন্য নির্ধারিত বগিটি ট্রেনের সঙ্গে নেই।

ট্রেন যাত্রী হাবিবুর রহমান বলেন, বিএল কলেজের ছাত্রীরা অন্য বগিতে উঠতে পারলেও ছাত্রদের দাঁড়িয়ে যেতে বলা হয়। কিন্তু ছাত্ররা তাদের নির্ধারিত বগির দাবিতে ট্রেনের সামনে অবস্থান নেয়। এতে ভোগান্তিতে পড়েন কয়েকশত যাত্রী।

স্টেশন মাস্টার মো. মাসুদুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চিলাহাটি ট্রেনের বগি সরিয়ে দেওয়া হয়। কিন্তু ছাত্রছাত্রীরা তাদের ফিল্ড ওয়ার্কের জন্য আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রাখায় তারা বগির দাবি জানান। পরে তাদের বিভিন্ন বগিতে সিটের ব্যবস্থা করা হয়। রাত পৌনে ১১ টার দিকে ট্রেনটি খুলনা স্টেশন ত্যাগ করে বলেও জানান তিনি।

আলমগীর হান্নান/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version