Site icon Amra Moulvibazari

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ নভেম্বর ২০২৪

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ নভেম্বর ২০২৪


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা, আহত ১০

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) দুপুরে শ্রীনগরের লালচক বাজার এলাকায় এই হামলা ঘটে।

মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র, ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২ নভেম্বর) এই বিমান পাঠায় ওয়াশিংটন। এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

মার্কিন নির্বাচন ঘিরে ভুয়া ভিডিও, এফবিআইয়ের সতর্কতা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে হঠাৎ করেই অনলাইনে ছড়িয়ে পড়া দুটি ভুয়া ভিডিও সম্পর্কে সতর্ক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটি বলছে, ওই ভিডিওগুলোর লক্ষ্য হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করা। সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা এর আগেও এ বিষয়ে অনেকবার সতর্ক করেছেন।

বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আলটিমেটাম আদানির

এবার বাংলাদেশের কাছে বকেয়া অর্থ পরিশোধের জন্য আলটিমেটাম দিয়েছে ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বরের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করা না হলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এরই মধ্যে বাংলাদেশকে এ বিষয়টি জানিয়েছে আদানি পাওয়ার।

মার্কিন নির্বাচন নিয়ে কী ভাবছে রাশিয়া?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারাবিশ্বেই তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। রাশিয়াও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক বিরাজ করায় মস্কোর আগ্রহ অন্যদের চেয়ে বেশিই থাকার কথা। ২০১৬ সালের নভেম্বরের নির্বাচনে যখন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন তখন রাশিয়ার উগ্র-জাতীয়তাবাদী রাজনীতিবিদ ভ্লাদিমির ঝিরিনোভস্কির আনন্দ ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ জরিপে কে এগিয়ে ট্রাম্প নাকি কমলা?

আর মাত্র দুদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বই এই নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। এবারের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে তীব্র লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মারা গেলো বিশ্বের সবচেয়ে বড় বন্দি কুমির, বয়স ১১০ বছরের বেশি

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে পৃথিবীর বৃহত্তম বন্দি কুমির ক্যাসিয়াস মারা গেছে। তার দৈর্ঘ্য ছিল ৫ দশমিক ৪৮ মিটার (১৮ ফুট)। ধারণা করা হয়, কুমিরটির বয়স ছিল ১১০ বছরেরও বেশি।

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ডেনভারে একটি বাড়িতে আয়োজিত পার্টিতে বন্দুক হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে নর্থগ্লেন শহরের বেলফোর্ড ড্রাইভ এবং ব্রুস লেন এলাকায় এই ঘটনা ঘটে।

ভারতকে ‘সাইবার শত্রু’ আখ্যা দিলো কানাডা, দিল্লির কড়া প্রতিক্রিয়া

কানাডার সাম্প্রতিক একটি প্রতিবেদনে ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনটিতে ভারতকে সাইবার আক্রমণকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবরের তাপমাত্রা

জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবর মাসের তাপমাত্রা। জাপান মেটিরিওলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, গত মাসে দেশটির গড় তাপমাত্রা সবচেয়ে উষ্ণ পর্যায়ে পৌঁছায়। ১৮৯৮ সাল থেকে তাপমাত্রা সংক্রান্ত তথ্য সংরক্ষণের ইতিহাসে এই প্রথম এত উষ্ণ অক্টোবর দেখলো জাপান।

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version