Site icon Amra Moulvibazari

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘােষণা শেন ওয়াটসনের

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘােষণা শেন ওয়াটসনের

{"source_sid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1604340919169","subsource":"done_button","uid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1604340919147","source":"other","origin":"gallery"}

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘােষণা দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে এই ঘােষণা দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা এই অলরাউন্ডার ।

রােববার ম্যাচ শেষে চেন্নাই সতীর্থদের এমনটাই জানিয়েছেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার । ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ ছিলেন ওয়াটসন । গেল বছর অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশকে বিদায় জানিয়েছিলেন ।

এবারে আইপিএলকে বিদায় জানাবার মধ্য দিয়ে পুরাে ক্রিকেট থেকে পুরােপুরি অবসর নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই ডানহাতি অলরাউন্ডার ।

Exit mobile version