Site icon Amra Moulvibazari

রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত

রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত


প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত সপ্তাহ ঘটে যাওয়া জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রেফিং এ তথ্য জানান তিনি।

জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে সেটি আইনশৃঙ্খলা বাহিনী দেখছে জানিয়ে তিনি বলেন, সরকারের অবস্থান হলো বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না।

প্রেস সেক্রেটারি বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশ সমস্ত কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দিন, নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদান স্বীকার করি।

এমওএস/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version