Site icon Amra Moulvibazari

স্বচ্ছ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে: যুবদল সম্পাদক

স্বচ্ছ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে: যুবদল সম্পাদক


যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমরা যাতে রাষ্ট্রের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেজন্য রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট প্রচারণা চালানো হচ্ছে। আমরা আশা করছি, গণতন্ত্রের স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে নুরুল ইসলাম নয়ন বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক মোটরসাইকেল বহর নিয়ে অভ্যর্থনা করা যাবে না। এ নিষেধাজ্ঞা যারা অমান্য করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তাই আপনাদের নতুন করে ভাবতে হবে কোনটি করবেন বা করবেন না।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা বিগত ১৬ বছর দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন, খুন-গুমের রাজনীতি করেছেন। শুধু গুম-হত্যা নয়, প্রতিটি সেক্টের দুর্নীতি-লুটপাট করে বিদেশে অর্থ-সম্পদ পাচার করেছেন। এখন সময় এসেছে বিদেশে পাচার করা সেই টাকা ফিরিয়ে আনার। একইসঙ্গে পলাতক শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

পথসভা শেষে সাদুল্লাপুর শহরে নুরুল ইসলাম নয়ন জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল, সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, সদস্যসচিব রেজোয়ান হোসেন সুজন প্রমুখ।

এ এইচ শামীম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version