Site icon Amra Moulvibazari

সিরাজগঞ্জে ২১ দিনে ৯২ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে ২১ দিনে ৯২ জেলের কারাদণ্ড


সিরাজগঞ্জের যমুনা নদীতে অভিযান চালিয়ে গত ২১ দিনে ৯২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের তিন লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৎস্য বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ ও বিপণন বন্ধ ছিল। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও টাস্কফোর্স।

এ সময়ের মধ্যে সিরাজগঞ্জের যমুনা নদী বেষ্টিত পাঁচটি উপজেলায় ২৮১টি অভিযান ও ৭২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮৭টি মামলা করা হয়েছে। এছাড়া মৎস্য অবতরণ কেন্দ্র, মাছঘাট, আড়ৎ ও বাজার পরিদর্শন করেছেন কর্মকর্তারা।

তিনি আরও জানায়, গত ২১ দিনের অভিযানে এক হাজার ১৬২ কেজি ইলিশ ও ৪৯ দশমিক ৬৮২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব ইলিশ স্থানীয় মাদরাসা বিতরণ ও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version