Site icon Amra Moulvibazari

মেট্রোরেলের এমআরটি পাসের নতুন ইস্যু ও রি-ইস্যু শুরু

মেট্রোরেলের এমআরটি পাসের নতুন ইস্যু ও রি-ইস্যু শুরু


দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ভ্রমণের কার্ড এমআরটি পাসের নতুন ইস্যু ও রি-ইস্যু শুরু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আজ রোববার ৩ নভেম্বর থেকে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

যদিও এর আগে গত ১ নভেম্বর ডিএমটিসিএলের ফেসবুক পেজে জানানো হয়, ‘অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এমএমএ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version