Site icon Amra Moulvibazari

জাবিতে প্রকাশ্যে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ৩

জাবিতে প্রকাশ্যে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ৩


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রকাশ্যে মাদক (গাঁজা) সেবনকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রফিক জব্বার হলের ডাইনিংয়ের কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান দোকানদার সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিংয়ের কর্মচারী নাসিমুল হক বাবু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন ইউসুফ, রাসেল মিয়া ও বাবু। একজন শিক্ষার্থী বিষয়টি প্রক্টরিয়াল টিমকে জানান। পরে গাঁজা সেবনের উপকরণসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন প্যাকেট গাঁজা (আনুমানিক ১০০ গ্রাম) উদ্ধার করা হয়।

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটকদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হেফাজতে রাখা হয়েছে। পুলিশ এলে তাদের হাতে সোপর্দ করা হবে।

সৈকত ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version