Site icon Amra Moulvibazari

মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র, ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র, ইরানের হুঁশিয়ারি


মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২ নভেম্বর) এই বিমান পাঠায় ওয়াশিংটন। এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। এর আগে শুক্রবার (১ নভেম্বর) এই ধরণের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন।

ওই সময় পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, যুদ্ধবিমান, ট্যাঙ্কার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। ভবিষ্যতেও তাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে।

এ নিয়ে মধ্যপ্রাচ্য ও আশপাশের এলাকা সম্পর্কিত মার্কিন কমান্ড থেকে সামাজিক যোগাযোগমাধ্যম জানানো হয়, মাইনট এয়ার ফোর্স বেসের পঞ্চম বোমা উইং থেকে মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান পাঠানো হয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ইরান ও তাদের সহযোগী কেউ কিংবা ছদ্মবেশী কেউ যদি মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ব্যক্তিকে টার্গেট করে, তাহলে তাদের রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের নৃশংসতার কঠোর জবাব পাবে। এটি শুধু প্রতিশোধের বিষয় নয়, বরং যুক্তিসংগত পদক্ষেপ, যা ধর্মীয় নীতি, শরীয়া ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত।

গত ২৬ অক্টোবর ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই তেহরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় যুদ্ধ ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ ইরান। এর মধ্যেই সেখানে মার্কিন বোমারু বিমান পাঠানো হলো।

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version