Site icon Amra Moulvibazari

‘কবির হত্যা মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছে জাবি ছাত্রশিবির’

‘কবির হত্যা মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছে জাবি ছাত্রশিবির’


১৯৮৯ সালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় আদালত থেকে শিবির দায়মুক্তি পেয়ে নির্দোষ প্রমাণিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। এমনটাই দাবি করেছেন শাখা ছাত্রশিবিরের সদ্য আত্মপ্রকাশ করা সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব।

রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে ক্যাম্পাস সংস্কারে ৪১ দফা প্রস্তাবনা জানিয়ে করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুহিবুর রহমান বলেন, ‘১৯৮৯ সালে ইতিহাস বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র হাবিবুর রহমান কবির ভাই একটি সংঘর্ষে আহত হন। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। একই সংঘর্ষে আহত হন ছাত্রশিবিরের ৩৫ জন নেতাকর্মী। তাদেরকেও ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাদের ওপর আবার হামলা করা হয়। সেখানে তাদের চিকিৎসা নিতে না দিয়ে বের করে দেওয়া হয়। এরপর কবির হত্যা মামলা দেওয়া হয় ছাত্রশিবিরের সেই আহতদের নামেই। কিছুদিন পর মামলায় রায় এসেছে। সেখানে দেখেছি তারা বেকসুর খালাস পেয়েছেন, নির্দোষ প্রমাণিত হয়েছেন। তাহলে মামলার মাধ্যমে বিচারিক আদালতে শিবির নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তাদের ওপর একই দায় আবার চাপানো হলে সেটা কতটুকু যৌক্তিক?’

তিনি আরও বলেন, বিভিন্ন ক্যাম্পাসেই ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে সবচেয়ে বড় ভিকটিম ইসলামী ছাত্রশিবির। এরপরও যদি শিবিরের দিকে হাত তোলা হয়, সেটা আমাদের প্রতি আনজাস্টিস।

এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জাকসু নিয়ে এক বিবৃতির মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রশিবির।

সৈকত ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version