Site icon Amra Moulvibazari

রাবির গ্রিন ভয়েস’র সভাপতি মাহীন, সম্পাদক সিরাজুল

রাবির গ্রিন ভয়েস’র সভাপতি মাহীন, সম্পাদক সিরাজুল


পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েসের রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীন আলমকে সভাপতি ও উর্দু বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২ নভেম্বর) রাতে গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৩ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাইনুল, রিফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রান্ত, হোমায়রা, সাংগঠনিক সম্পাদক সাদিয়া, দপ্তর সম্পাদক পলাশ, প্রচার সম্পাদক জাকারিয়া, কোষাধ্যক্ষ আরিফ ও পরিবেশ সম্পাদক জাহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকসানা জামান রিয়া, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মমিনুর রহমান সাকিব, উপ-গ্রন্থাগার বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা জাহান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল হাসান কুরাইশি, উপ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন মিয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল হোসেন সৈকত, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আওলাদ হোসেন বাবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব হাসান, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জুয়েল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক সৌরভ চন্দ্র দেবনাথ উপ তথ্য ও যোগাযোগ সম্পাদক কবিরুল ইসলাম, বিতর্ক বিষয়ক সম্পাদক মো. তাইজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাযহারুল ইসলাম নয়ন।

এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন মো. রাকিবুল হাসান, সাহাবুদ্দিন, মো. সোহেল রানা, ইশরাত জাহান রিংকি, রাশেদ উজ জামান, রাজু আহমেদ, শুভ চক্রবর্তী, ইপতি আক্তার, বদরুল ইসলাম জামিল।

গ্রিন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা তৈরি, বৃক্ষ রোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানামুখী স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version