Site icon Amra Moulvibazari

টিউবওয়েলে চেতনানাশক মিশিয়ে পাঁচ বাড়িতে চুরি

টিউবওয়েলে চেতনানাশক মিশিয়ে পাঁচ বাড়িতে চুরি


সিরাজগঞ্জের শাহজাদপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে একই বংশের পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ওই টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন পাঁচজন।

শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিরা হলেন ওই গ্রামের আনন্দ কুমার পালের ছেলে অসীম পাল (৩৫) ও আশিক পাল (৩০) এবং গণেশ চন্দ্র পালের ছেলে সুপাংক পাল (৩৫), রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)।

ভুক্তভোগী অসীম পালের বোন অনিতা রানি পাল জানান, শনিবার রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পড়েন। এ ঘুমে রাত পেরিয়ে সকাল ১০টা বেজে গেলেও তারা কেউ জেগে ওঠেননি। পরে ঘরের দরজায় শব্দ হলে ঘুম ভেঙে যায়। জেগে উঠে তিনি দেখেন, ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি আরও জানান, বাড়ির টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দিয়ে তার পাঁচ ভাইয়ের ঘরে থাকা নগদ টাকা, সোনা ও মূল্যবান জিনিসপত্র মিলিয়ে ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দ্রুত মালামাল উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাইদ জাগো নিউজকে বলেন, রাতে টিউবওয়েলের পানি করে বাড়ির লোকজন ঘুমিয়ে যান। এ সুযোগে চোরের দল বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এম এ মালেক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version