Site icon Amra Moulvibazari

বারডেমে ৫০০ মানুষকে বিনামূল্যে স্ক্রিনিং করা হবে

বারডেমে ৫০০ মানুষকে বিনামূল্যে স্ক্রিনিং করা হবে


আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস উপলক্ষে বিনামূল্যে পায়ের রোগ নির্ণয় এবং যত্নের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য সোমবার (৪ নভেম্বর) ঢাকার বারডেম হাসপাতালে দিনব্যাপী স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি)। রোববার জাতীয় প্রেস ক্লাবে দিবসটির পরিচিতি ও আয়োজন নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৫ নভেম্বর ঢাকার নিটোরের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালির মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হবে। র্যালিতে অংশ নেবেন সেবাগ্রহীতা, প্রন্থেটিক্স ও অর্থোটিক্স পেশাজীবী, অন্যান্য সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবী এবং সিআরপির স্কুল অফ প্রন্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সের শিক্ষার্থীরা। র্যালি শেষে নিটোরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে।

এছাড়া একই দিন নিটোরে ডায়াবেটিক পায়ের যত্নে প্রস্থেটিক্স ও অর্থোটিক্স পেশাজীবীদের ভূমিকার ওপর একটি কর্মশালার আয়োজন করা হবে। যেখানে অতিথি থাকবেন নিটোর এর পরিচালক কাজী শামীম উজ্জামান, সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন। কর্মশালায় ডায়াবেটিক পায়ের যত্নের বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন আইসিআরসি’র শারীরিক পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থাপক জনাব সুভাস সিনহা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় ০ দশমিক ৫ শতাংশ বা ৩৫-৪০ মিলিয়ন লোকের প্রস্থেসিস বা কৃত্রিম অঙ্গ অর্থোসিস বা সহায়ক যন্ত্র এবং পুনর্বাসন পরিষেবার প্রয়োজন। এই পরিষেবাগুলোর চাহিদা প্রতিনিয়ত উল্লেখযোগ্য হারে বাড়ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আয়ুস্কাল ও বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে এই পরিষেবাগুলোর প্রয়োজনীয়তা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে। অক্ষমতা এবং অসংক্রামক রোগের বৃদ্ধির কারণে এই শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি প্রায় ১% এ পৌঁছাবে বলেও ধারণা করা হচ্ছে।

২০২২ সাল থেকে ৫ নভেম্বর আন্তর্জাতিক প্রন্থেটিক্স ও অর্থোটিক্স দিবস উদযাপন করা হয়। প্রস্থেটিক্স ও অর্থোটিক্স পরিষেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এই প্রয়োজনীয় স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রযুক্তিগুলোর সহজগম্যতা প্রচার করার উদ্দেশ্যে এই বৈশ্বিক উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ বছর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) ইন্টারন্যাশনাল সোসাইটি অফ প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স (আইএসপিও)-বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এর সহযোগিতায় এই দিবসটি উদযাপন করছে সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি)। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সেবার ধরণ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা।

এএএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version