চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শনিবার একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। কিন্তু আগের দিন একজন আলেম ওই শোরুমটি উদ্বোধন করেন। এরপর মালিক কর্তৃপক্ষ মেহজাবীনকে দিয়ে শোরুমটি পুনরায় উদ্বোধনের পরিকল্পনা করলে স্থানীয় ব্যবসায়ী ও জনতার বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। বিষয়টি জানতে পেরে মেহজাবীন আর উদ্বোধন অনুষ্ঠানে যাননি।
শনিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুমের উদ্বোধনের কথা ছিল তার।
জানা গেছে, গত ২৯ অক্টোবর শোরুম উদ্বোধনের কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন চট্টগ্রামের মেয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিন্তু এর আগে চট্টগ্রামের একজন আলেমকে দিয়ে ‘খুকি লাইফস্টাইল’ নামে ওই শোরুমের উদ্বোধন করান মালিক কর্তৃপক্ষ। পরে মেহজাবীনকে দিয়ে শোরুমটি পুনরায় উদ্বোধনের বিষয়ে জানতে পেরে ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার’ ব্যানারে প্রতিবাদ জানায় স্থানীয়রা।
তামাকুমুণ্ডিলেন ব্যবসায়ী সমিতির এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘চট্টগ্রামের মানুষ মাত্রই ধর্মপ্রাণ। একজন আলেম যে প্রতিষ্ঠান একবার উদ্বোধন করেছেন, সেটি আবার অভিনেত্রী দিয়ে উদ্বোধনের বিষয়টি ভালোভাবে নেয়নি মানুষ। পরে সেটি জানতে পেরে মেহজাবীন নিজ থেকেই আসেননি।’
এ বিষয়ে খুকি লাইফস্টাইল শোরুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে উনি (মেহজাবীন) শোরুম উদ্বোধনে আসেননি।’
একই ধরনের বক্তব্য পাওয়া গেছে পুলিশের পক্ষ থেকেও। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘আগের দিন একজন আলেম ওই শোরুমটি উদ্বোধন করেন। এরপর মেহজাবীনকে দিয়ে পুনরায় কেক কেটে শোরুমটি উদ্বোধনের পরিকল্পনা করেছিল মালিক কর্তৃপক্ষ। কিন্তু বিষয়টি মানতে পারেননি স্থানীয়রা।’
‘তারা বলেছেন, যে দোকান একজন আলেমকে দিয়ে উদ্বোধন করা হয়েছে সেটি আবার একজন অভিনেত্রীকে দিয়ে কেন করা হবে। তারা এটিকে ওই আলেমের প্রতি অসম্মান হিসেবে দেখে প্রতিবাদ জানান। বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শোরুম উদ্বোধনে আসেননি।’
এদিকে এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন , ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।’
এএজেড/বিএ/জেআইএম