Site icon Amra Moulvibazari

ভারতে বদলে গেল সিয়াম-পূজার সিনেমার নাম

ভারতে বদলে গেল সিয়াম-পূজার সিনেমার নাম


বেশ মোটা বাজেটে নির্মিত হয়েছিলেন ‌সিনেমাটি। ‘পোড়ামন ২’ ছবির সাফল্যের পর প্রশংসায় ভাসতে থাকা সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটিকে বাছাই করা হয়েছিল এর জন্য। মুক্তিও পেয়েছিল ঈদের বাজারে। তবে আশানুরূপ সাড়া বলতে যা বোঝায় তা মেলেনি ‘শান’- এর ভাগ্যে।

সিয়াম-পূজা জুটির সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর ওটিটি ও ইউটিউবেও অনেক দর্শক দেখেছেন সিনেমাটি। শান এবার দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমাটির নাম। ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে ছবিটি দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।

সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে ছবির টিজার শেয়ার করা হয়েছে। তার কমেন্ট বক্সে ছবির নাম বদলে যাওয়া নিয়ে অনেকে মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?

শুধু সিনেমার নাম নয়, বদলে গেছে কণ্ঠ। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের কণ্ঠ। এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’

তবে নায়ক সিয়াম বিষয়টাকে ইতিবাচকই দেখতে চাইছেন। তিনি গণমাধ্যমে এ প্রসঙ্গে বলেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তাঁরা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাঁদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে রাহিম-সিয়াম জুটির নতুন সিনেমা ‘জংলি’। তবে এতে বদলে গেছেন নায়িকা। এ ছবিতে সিয়ামের সঙ্গে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই আসবে জংলির মুক্তির ঘোষণা।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version