Site icon Amra Moulvibazari

মাদক কারবারিদের গোলাগুলিতে গৃহবধূ নিহত, ‘জাদু সুমন’ গ্রেফতার

মাদক কারবারিদের গোলাগুলিতে গৃহবধূ নিহত, ‘জাদু সুমন’ গ্রেফতার


রাজধানীর মিরপুরে পল্লবী বাউনিয়া বাঁধ এলাকায় মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে গৃহবধূ নিহতের ঘটনায় সুমন ওরফে জাদু সুমন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, ঘটনার দিন গ্রেফতার জাদু সুমনের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।

রোববার (৩ নভেম্বর) র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, অবৈধভাবে মাদক কারবার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ কোন্দল, অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে আসছিল আসামিরা। গ্রেফতার সুমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে গ্রেফতার জাদু সুমনের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে আয়েশা (২৬) নামে একজনের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। গ্রেফতার সুমনকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

টিটি/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version