Site icon Amra Moulvibazari

কোচের সঙ্গে তর্কে জড়ানোর পর প্রিয় ক্লাব ছাড়লেন মার্সেলো

কোচের সঙ্গে তর্কে জড়ানোর পর প্রিয় ক্লাব ছাড়লেন মার্সেলো


যে ক্লাবের জার্সি গায়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল, সেই ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে রহস্যময় সম্পর্কচ্ছেদ হলো মার্সেলোর। কোচের সঙ্গে তর্কে জড়ানোর পর বাতিল হলো মার্সেলো ও ফ্লুমিনেন্সের চুক্তি।

গতকাল শনিবার ফ্লুমিনেন্স জানায়, উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে। যদিও সুনির্দিষ্ট করে চুক্তি বাতিলের কারণ উল্লেখ করেনি ব্রাজিলিয়ান সিরি আ’র ক্লাবটি।

ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তি বাতিলের কারণ হিসেবে কোচের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ানোর বিষয়টিকেই সামনে আনছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোচের সঙ্গে মার্সেলোর তর্কে জড়ানোর একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

গত শুক্রবার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গ্রেমিওর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ওই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামার জন্য সাইডলাইনে এসে দাঁড়িয়েছেন মার্সেলো। তখন তার কাধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ফ্লুমিনেন্স কোচ মানো মেনেজেস। মাঠে নামার আগমুহূর্তে মেনেজেসকে লক্ষ্য করে কিছু একটা বলতে দেখা যায় মার্সেলোকে। এরপরই মার্সেলোর উপর চটে যান মেনেজেস।

কোচ এতটাই ক্ষিপ্ত হন যে, মার্সেলোকে তিনি আর মাঠেই নামাননি। রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে ফেরত পাঠান বেঞ্চে। মার্সেলোর পরিবর্তে তিনি অন্য খেলোয়াড়কে ডাকেন এবং মাঠে নামান।

ওই ঘটনা প্রসঙ্গে ম্যাচের পর পুরোপুরি ব্যাখ্যা দেননি মেনেজেস। তিনি শুধু বলেন, ‘আমি সেই মুহূর্তে মার্সেলোকে রাখতে যাচ্ছিলাম। কিন্তু এমন কিছু শুনেছিলাম, যা আমি পছন্দ করি না। তাই আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি।’

অপ্রত্যাশিত সেই ঘটনার একদিন পরই ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্কচ্ছেদ হলো মার্সেলোর।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Exit mobile version