Site icon Amra Moulvibazari

বন্যায় ভেসে আসা ডিম ফুটে বের হলো ৬০ পদ্মগোখরার বাচ্চা

বন্যায় ভেসে আসা ডিম ফুটে বের হলো ৬০ পদ্মগোখরার বাচ্চা


চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন থেকে সাপগুলো উদ্ধার করা হয়। শনিবার (২ নভেম্বর) বিকেলে সাপগুলো মহামায়া লেকের গহীন পাহাড়ে অবমুক্ত করা হয়।

মিরসরাই বনবিভাগ সূত্রে জানা গেছে, আগস্ট মাসে ফেনী ও মিরসরাইয়ে বয়ে যাওয়া বন্যার পানিতে ভেসে ৬০টি পদ্ম গোখরা সাপের ডিম উপজেলার জোরারগঞ্জ এলাকায় চলে আসে। স্থানীয় রেসকিউ টিমের সদস্যরা ডিমগুলো উদ্ধার করে একটি বক্সের মধ্যে রেখে দেন। শনিবার সাপগুলো উদ্ধার করে করে মহামায়া লেকের গহীন বনে অবমুক্ত করা হয়।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, শনিবার দুপুরের জোরারগঞ্জ এলাকা থেকে রেসকিউ টিমের সহায়তায় ৬০টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করে মহামায়া লেকের গহীন পাহাড়ে অক্ষত অবস্থায় অবমুক্ত করা হয়। মহামায়া ইকো পার্কের জীববৈচিত্র সংরক্ষণে এটি দারুণ ভূমিকা রাখবে।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার, চট্টগ্রাম বনবিভাগের ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version