খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়কের কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
আহতরা হলেন- খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার মো. হান্নান শেখের ছেলে মো. ইয়াছিন।
ওসি বলেন, হত্যাকারীদের গ্রেফতার এবং কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আলমগীর হান্নান/এফএ/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।