Site icon Amra Moulvibazari

৩৫ ঘণ্টাতেও চালু হয়নি আরিচা-কাজিরহাট নৌরুট

৩৫ ঘণ্টাতেও চালু হয়নি আরিচা-কাজিরহাট নৌরুট


নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে গত ৩৫ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর উভয় পাড়ে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক-হেলপারেরা।

রোববার (৩ নভেম্বর) সকালে বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে। রোববার নাগাদ ফেরি চলাচলের চ্যানেল স্বাভাবিক হতে পারে।

তিনি আরও জানান, বিগত কয়েকদিন ধরে নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে। কিন্তু নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরও সুরু হয়ে যাওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ফেরি চলাচল।

দফায়-দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল একেবারেই বন্ধ করা হয়। এতে করে ৩৫ ঘণ্টা পার হলেও ঘাট সচল হয়নি। প্রায় হাজার খানেক গাড়ি দুপাড়ে আটকে আছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version