Site icon Amra Moulvibazari

উত্তরায় লাবলু মিয়া হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার

উত্তরায় লাবলু মিয়া হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার


রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে লাবলু মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগকর্মী মো. হারেজ উদ্দিন (৪২) ও উত্তরা ১ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মাহিয়ানুল হক অর্চিকে (২৭) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড এলাকা থেকে হারেজ উদ্দিনকে এবং উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড এলাকা থেকে মাহিয়ানুল হক অর্চিকে গ্রেফতার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, নিহত লাবলু মিয়া হত্যার ঘটনায় গত ২২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়কসহ ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতা অবস্থান করছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ লাবলু মিয়াকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। লাবলু মিয়া হত্যা মামলায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version