Site icon Amra Moulvibazari

স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে শাহরিয়ার কবির

স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে শাহরিয়ার কবির


একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২ নভেম্বর) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার। এরপর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরিয়ার কবিরকে কাশিমপুর কারাগার থেকে একটি কারা অ্যাম্বুলেন্সে করে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় তার কড়ানিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হাসপাতালে পৌঁছার পর তাকে হুইল চেয়ারে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলমের কক্ষে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের হৃদরোগ, মেডিসিন, অর্থোপেডিক্স বিভাগের বিশেষজ্ঞরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তার কিছু মেডিকেল টেস্ট করানো হয়। এসময় হাসপাতালের চারপাশে কারারক্ষী, পুলিশ ও বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যার কারণে শাহরিয়ার কবিরকে হাসপাতালে পাঠানো হয়।

তবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম হাসপাতালে পাঠানোর বিষয়টি স্বীকার কলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শাহরিয়ার কবিরকে রুটিন চেকআপ করানোর জন্য হাসপাতালে আনা হয়। আমরা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা করি। কিছু টেস্টও করা হয়। তিনি বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তবে জটিল কোনো সমস্যা নেই। আমরা আজ একটি ব্যবস্থাপত্র দিয়েছি। রোববার রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই করে প্রয়োজন হলে আবারো ব্যবস্থাপত্র দেওয়া হবে।

এর আগে ১৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে কয়েক দফা রিমান্ড শেষে তাকে আদালতের নির্দেশে প্রথমে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে প্রথমে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। এখানেই তিনি বর্তমানে বন্দি হিসেবে আছেন।

আব্দুর রহমান আরমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version