Site icon Amra Moulvibazari

করোনার প্রকোপ ঠেকাতে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন

করোনার প্রকোপ ঠেকাতে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন

করোনার প্রকোপ ঠেকাতে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন জারি হচ্ছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জানান, শুক্রবার থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে গোঠা নভেম্বর মাস পর্যন্ত।

গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২৫০ জনের প্রাণহানি এবং ৩৬ হাজারের বেশি সংক্রমন শনাক্তের পর ফ্রান্স সরকারের পক্ষ থেকে এলো এই ঘোষণা।

চিকিৎসা এবং জরুরী কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না ফরাসীরা। পুরোপুরি বন্ধ থাকবে রেস্তোরা, পানশালা। তবে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান আর কল-কারখানা খোলা রাখা হবে।

এপ্রিলের পর চলতি সপ্তাহের করোনার রেকর্ড সংক্রমণ শনাক্ত হয় ফ্রান্সে। দেশটিতে এ পর্যন্ত সাড়ে ৩৬ হাজার মানুষ মারা গেছেন করোনায়। আক্রান্ত প্রায় সাড়ে ১২ লাখ।

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরো ৪ লাখ মৃত্যু দেখতে হতে পারে।

Exit mobile version