Site icon Amra Moulvibazari

স্টার জলসা ও স্টার প্লাসসহ ৭ টি বিদেশি চ্যানেল পরিবেশনা বন্ধ রাখার আল্টিমেটাম

স্টার জলসা ও স্টার প্লাসসহ ৭ টি বিদেশি চ্যানেল পরিবেশনা বন্ধ রাখার আল্টিমেটাম

চ্যানেল সংযােগ জটিলতা আগামী সাত দিনের মধ্যে নিরসন না করলে যাদু ভিশন লিমিটেডের আওতাধীন স্টার জলসা ও স্টার প্লাসসহ মােট ৭ টি বিদেশি পে – চ্যানেল সারা বাংলাদেশে পরিবেশনা বন্ধ রাখার ঘােষণা দিয়েছে ক্যাবল অপারেটরস এসােসিয়েশন অব বাংলাদেশ কোয়াব ।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়ােজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা জানান – ভারতের স্টার গ্রুপের মােট ৭ টি পে – চ্যানেল বাংলাদেশে সংযােগ দিয়ে আসছে যাদু ভিশন লিমিটেড ।

করােনার ফলে প্রতিষ্ঠানটির কাছে ক্যাবল অপারেটদের কিছু বকেয়া থাকায় স্টার সিরিজের চ্যানেল সংযােগ কিছু কিছু স্থানে বন্ধ করাসহ সরাসরি গ্রাহক পর্যায়ে সংযােগ দিচ্ছে যাদু ভিশন ।

এতে ক্যাবল অপারেটররা হুমকির মুখে পড়েছে জানিয়ে কোয়াব নেতারা বলেন অবিলম্বে এই সিন্ধান্ত বাতিল না করলে আগামী চার নভেম্বর থেকে সারা দেশে স্টার সিরিজের সকল চ্যানেল এক যােগে বয়কট করবে কোয়াব ।

Exit mobile version