Site icon Amra Moulvibazari

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি


মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিং সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।’

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি (ই-পাসপোর্ট আবেদন ফি এমআরপি আবেদন ফি=অতিরিক্ত ফি, যেমন: ভিসা ক্যাটাগরি সাধারণ শ্রমিক ছাত্র-ছাত্রীদের ৫ বছরের ৪৮ পাতার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে ১৯৬ রিঙ্গিত ১৪৫.০০ = আরএম ৫১.০০ অতিরিক্ত) জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদের দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।

এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।

এদিকে মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য প্রবাসীদের মাঝে চলছে হাহাকার। ওয়ার্ক ভিসা নবায়নের জন্য প্রতিদিন শত শত প্রবাসী কর্মী কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে ধরনা দিচ্ছেন। আবেদন করার পর ৪ থেকে ৫ মাসেও অনেকের ভাগ্যে পাসপোর্ট জুটছে না। একাধিক ভুক্তভোগী এ তথ্য জানিয়েছেন।

প্রতিদিন শত শত প্রবাসী তাদের স্বপ্নের পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে এবং নির্দিষ্ট সময়ে পাসপোর্ট হাতে পাবার অপেক্ষমান থাকাবস্থায় হাইকমিশন ও বাংলাদেশের পাসপোর্ট বিভাগের হটকারী সিদ্ধান্তে আরও দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসীরা।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version