Site icon Amra Moulvibazari

ছোটবেলায় যে হোটেল থেকে ঘাড় ধাক্কা, বড় হয়ে সেটিই কিনলেন ব্যবসায়ী

ছোটবেলায় যে হোটেল থেকে ঘাড় ধাক্কা, বড় হয়ে সেটিই কিনলেন ব্যবসায়ী


ছোটবেলায় যে হোটেল থেকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছিল, বড় হয়ে সেই হোটেলটি কিনে নিয়েছেন চীনা এক ব্যবসায়ী। ব্যতিক্রমধর্মী এ ঘটনা ঘটেছে চীনের ম্যাকাও শহরে। আর এ প্রতিশোধের নজির স্থাপন করা ব্যবসায়ীর নাম সাইমন সিও।

সোমবার (২৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদেনে জানানো হয়, সাইমনকে ছোটবেলায় ম্যাকাওয়ের হোটেল সেন্ট্রাল নামক অভিজাত ওই হোটেল থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। তবে দীর্ঘকাল পেরিয়ে গেলেও সেই অপমান ভুলতে পারেননি তিনি। প্রতিশোধের প্রতিজ্ঞা করেন সাইমন। তখনই হোটেলটি একদিন কিনে নেওয়ার শপথ নেন।

জানা গেছে, ১৯২৮ সালে হোটেলটির উদ্বোধন করা হয়। এরপর এ হোটেলটি তারকা ও কূটনীতিক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হয়ে ওঠে। সম্প্রতি সেই হোটেলটি কিনে নিয়েছেন সাইমন নামের সেই ব্যবসায়ী।

সিএনএন জানিয়েছে, সেন্ট্রাল হোটেলের পাশে একটি বাড়িতে সাইমন বসবাস করতেন। ষাটের দশকে তিনি একদিন খেলার ছলে হোটেলে ঢুকে পড়েন। কিন্তু হোটেলের লোকেরা তাকে বের করে দেন। তখন অবশ্য তিনি প্রতিশোধের কথা ভাবেননি। পরে হোটেলটির দিকে তাকিয়ে একদিন এটি কিনে ফেলার শপথ নেন।

সাইমন এখন একজন ধনাঢ্য ব্যবসায়ী। ১৯৯১ সালে তিনি রিয়েল এস্টেট কোম্পানি লেখ হ্যাং গ্রুপ গড়ে তোলেন। এ ব্যবসার মাধ্যমে তিনি এখন ম্যাকাওয়ের একজন ধনকুবের হয়ে উঠেছেন।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version