Site icon Amra Moulvibazari

গাড়ির মাইলেজ বাড়াতে যেসব দিকে নজর দেবেন

গাড়ির মাইলেজ বাড়াতে যেসব দিকে নজর দেবেন


গাড়ির মাইলেজ নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। গাড়ি একটু পুরোনো হলেই মাইলেজ কমতে থাকে। তবে গাড়ির মাইলেজ বাড়ানোর বেশ কিছু উপায় আছে। এটি শুধু অর্থ সাশ্রয় করে না, বরং পরিবেশ সুরক্ষায়ও সহায়তা করে। একটানা তেলের দাম বাড়তে থাকায় সঠিকভাবে গাড়ি চালানো এবং রক্ষণাবেক্ষণ করা আজকাল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আসুন জেনে নেই গাড়ির মাইলেজ বাড়ানোর কিছু কার্যকর পদ্ধতি-

ইঞ্জিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ

ইঞ্জিন যদি সঠিকভাবে কাজ না করে, তবে জ্বালানি খরচ বেড়ে যায়। নিয়মিত ইঞ্জিন টিউনিং করান, এয়ার ফিল্টার পরিবর্তন করুন এবং স্পার্ক প্লাগ পরীক্ষা করুন। ইঞ্জিন ভালো রাখলে তা জ্বালানি সাশ্রয়ী হয়ে ওঠে। গাড়ির ম্যানুয়াল অনুসারে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ করলে এটি দীর্ঘ সময় ভালো সেবা দেয়।

চাকার সঠিক চাপ বজায় রাখা

চাকার বায়ুচাপ ঠিক রাখার মাধ্যমে মাইলেজ বৃদ্ধি করা সম্ভব। গাড়ির চাকার বায়ুচাপ কম হলে রোলিং রেজিস্ট্যান্স বেড়ে যায়, যা জ্বালানি খরচ বাড়ায়। মাসে অন্তত একবার চাকার চাপ পরীক্ষা করুন এবং ম্যানুফ্যাকচারারের নির্দেশ অনুযায়ী চাপ বজায় রাখুন।

গাড়ি চালানোর অভ্যাস পরিবর্তন

মাইলেজ বাড়াতে ড্রাইভিং অভ্যাসে কিছু পরিবর্তন আনতে পারেন। অতিরিক্ত গতি এবং টানা ব্রেকিং এড়ান। গতি ধীরে বাড়ান এবং ধীরে কমান, এটি জ্বালানি কম খরচে সাহায্য করে। এক্সেলারেটর ধীরে ধীরে চাপ দিয়ে চালানোর অভ্যাস তৈরি করুন, যা মাইলেজ বাড়াতে সহায়তা করে।

ওজন কম রাখা

গাড়িতে অপ্রয়োজনীয় ভারী বস্তু বহন করলে গাড়ির ওজন বেড়ে যায়। এ কারণে জ্বালানি খরচও বেড়ে যায়। গাড়িতে শুধু প্রয়োজনীয় জিনিস রাখুন। গাড়ির ওজন যত হালকা থাকবে, মাইলেজ তত ভালো হবে।

এসি ব্যবহারে সতর্কতা

গাড়ির এসি চালালে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং মাইলেজ কমে। যতটা সম্ভব এসি ব্যবহার কম করুন। খোলা জায়গায় গাড়ি পার্ক করার চেষ্টা করুন, যাতে গাড়ির ভেতর কম গরম হয় এবং এসির ব্যবহার কম লাগে।

উচ্চ মানের জ্বালানি ব্যবহারের প্রয়োজন নেই

অনেকে মনে করেন প্রিমিয়াম জ্বালানি ব্যবহারে মাইলেজ বেড়ে যাবে, কিন্তু এটি সব সময় সঠিক নয়। গাড়ির ম্যানুফ্যাকচারার যেই ধরনের জ্বালানি ব্যবহার করার পরামর্শ দেন, সেটাই ব্যবহার করুন।

গাড়ির ইঞ্জিন বন্ধ রাখুন

যখন ট্র্যাফিক সিগন্যালে বা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকেন, তখন ইঞ্জিন বন্ধ করে দিন। গাড়ির ইঞ্জিন চালু থাকলেও জ্বালানি খরচ হয়, সুতরাং এই অভ্যাসটি মাইলেজ বাড়াতে সহায়ক হবে।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version