Site icon Amra Moulvibazari

জামালকে ছাড়াই প্রস্তুতি ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ

জামালকে ছাড়াই প্রস্তুতি ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ


আগামী ১৩ ও ১৬ নভেম্বর ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি সামনে রেখে ১ নভেম্বর প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

এই দুই ম্যাচের জন্য আংশিক দল ঘোষণা করেছেন কোচ ক্যাবরেরা। ১৬ জনের সেই দলে নেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা জামাল ভূঁইয়া।

এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে ভুটানে থাকা বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের জন্যই মূলত অন্য ক্লাবগুলোর খেলোয়াড়দের নিয়ে আংশিক দল ঘোষণা হয়েছে। কিংস ভুটান থেকে ফিরলে ওই দলের কয়েকজনকে নিয়ে পূর্ণাঙ্গ দল ঘোষণা হবে। কিংস ফিরবে ৩ নভেম্বর।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে কোনো দলই পাননি জামাল ভূঁইয়া। যদিও তিনি সম্প্রতি ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তবে তার নিবন্ধন নিয়ে এখনো জটিলতা কাটেনি।

১ নভেম্বর জাতীয় দলের ফুটবলাররা ম্যানেজারের কাছে রিপোর্ট করবেন। তবে এই দুই ম্যাচের জন্য এখনো ম্যানেজার ঠিক করেনি বাফুফে।

এতদিন ম্যানেজারের দায়িত্ব পালন করা আমের খান নির্বাচনে সদস্য পদে হেরে গেছেন। তাই নতুন ম্যানেজার আসবেন সেটাই স্বাভাবিক। আর সেই দৌড়ে এগিয়ে আছেন ইকবাল হোসেন।

জামাল ভূঁইয়ার ভাগ্যে কী আছে তা জানার জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাকে। ক্লাবহীন জামাল শেষ পর্যন্ত বিবেচনায় না আসলে নতুন অধিনায়ক খুঁজতে হবে ক্যাবরেরাকে।

১৬ জনের আংশিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল, মিরাজুল ইসলাম

আরআই/এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version