Site icon Amra Moulvibazari

ইরফান সেলিম ও তার গাড়ি চালকের বিরুদ্ধে মােট ৪ টি মামলা দায়ের করেছে র‍্যাব -৩

ইরফান সেলিম ও তার গাড়ি চালকের বিরুদ্ধে মােট ৪ টি মামলা দায়ের করেছে র‍্যাব -৩

আমরা মৌলভীবাজারি নিউজ ডেস্ক :

সংসদ সদস্য হাজি সেলিমের পুত্র ইরফান সেলিম ও তার গাড়ি চালকের বিরুদ্ধে মােট চারটি মামলা দায়ের করেছে র‍্যাব -৩ । মঙ্গলবার রাতে রাজধানীর চকবাজার থানায় মামলাটি দায়ের করা হয় ।

চক বাজার থানার ওসি জানান , রাতে র‍্যাব -৩ এর একটি দল ইরফান ও জাহিদের বিরুদ্ধে পৃথক দুটি অস্ত্র মামলা ও পৃথক দু’টি মাদক মামলা দায়ের করেন ।

এর আগে সােমবার ইরফান সেলিমের অফিসে অভিযান চালিয়ে বিদেশী মদ ও অস্ত্র উদ্ধার করে যাব । তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Exit mobile version