Site icon Amra Moulvibazari

১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙ্গামাটি

১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙ্গামাটি


দীর্ঘ ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে পর্যটন নগরী রাঙ্গামাটি। এছাড়া ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ভ্রমণে সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়া হবে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেয়া হবে, তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) মো. শামীম হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদোক্ত্যা ও সাংবাদিকরা।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এর আগে গত ৬ অক্টোবর রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেখানে অনিবার্য কারণবশত পর্যটকদের ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

সাইফুল উদ্দীন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version