Site icon Amra Moulvibazari

বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়


গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩০ অক্টোবর) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়৷

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮ নং সেক্টরসহ উত্তর পাশে টঙ্গী নদীর পাড় পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ৷

এনএস/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version