Site icon Amra Moulvibazari

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ অক্টোবর ২০২৪

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ অক্টোবর ২০২৪


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ছাত্রলীগ নিষিদ্ধ-এসআই নিয়োগ বাতিল নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতার মতো মৌলিক স্বাধীনতা চর্চায় বিশ্বাস করে। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সম্ভাবনা দেখছেন বিনোদ খোসলা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন স্বনামধন্য ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী, উদ্যোক্তা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিনোদ খোসলা। সান মাইক্রোসিস্টেমের অন্যতম এই প্রতিষ্ঠাতা বলেছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ তার সম্ভাবনায় পৌঁছাতে পারলে তাতে ভারতের সর্বোত্তম স্বার্থ রয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৩
উত্তর গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বহু মানুষ। সেখানে একটি বহুতল ভবনে হামলা চালানো হয়েছে। ওই ভবনে বাস্তুহারা ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন।

হিজবুল্লাহর প্রধান হিসেবে নাইম কাসেমের নাম ঘোষণা
লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন শীর্ষ নেতা হলেন নাইম কাসেম। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে সাবেক উপ-প্রধানের এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হবেন তার দীর্ঘদিনের সহযোগী নাইম কাসেম।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড়
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিপরীত। মূলত গত রোববার ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত তার নির্বাচনী সমাবেশকে ১৯৩৯ সালের একটি নাৎসিপন্থি সমাবেশের সঙ্গে তুলনা করার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন রিপাবলিকান নেতা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে এগিয়ে?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি আছে। দেশটির ভোটাররা আগামী ৫ নভেম্বর তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেবেন। ২০২০ সালে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন জো বাইডেন। তিনি এবারও নির্বাচনে প্রার্থী ছিলেন। কিন্তু গত জুলাইয়ে প্রচারণার শেষে এসে তিনি সরে দাঁড়ান এবং কমলা হ্যারিসকে সমর্থন দেন।

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৫ শ্রমিক নিহত, আহত ২
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পঞ্জগুরের পারুম জেলায় একটি বাঁধ নির্মাণ সাইটে এ ঘটনা ঘটে।

কেরালায় আতশবাজির মজুতে বিস্ফোরণ, আহত দেড় শতাধিক
ভারতের কেরালা রাজ্যে আতশবাজির মজুতে বিস্ফোরণের জেরে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২৮ অক্টোবর) রাতে কেরালার কাসারাগোদ জেলার অঞ্জুতাম্বালাম ভিরেকাভু মন্দিরে এই ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হলো আইফোন ১৬ এর ব্যবহার
ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন ১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এ বিষয়ে এক নির্দেশনা জারি করেন দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কর্তাসাসমিতা। এমনকি, কারও হাতে আইফোন ১৬ দেখা গেলে সেটা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছেন তিনি। মূলত বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না করায় অ্যাপলের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version