Site icon Amra Moulvibazari

এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বসুন্ধরা কিংসের বিদায়

এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বসুন্ধরা কিংসের বিদায়


বসুন্ধরা কিংস আরেকবার প্রমাণ করলো ঘরের মাঠে যতই অপ্রতিরোধ্য হোক, বৈশ্বিক আসরে এখনো তারা নিজেদের হারিয়ে খুঁজছে। এএফসির প্রতিযোগিতায় ব্যর্থতার ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ অক্টোবর) আরেকটি বিভীষিকাময় রাত কাটলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫ বারের চ্যাম্পিয়নদের।

ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে ভারতের ইস্টবেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরে গেছে বসুন্ধরা কিংস।

কিংসের সাবেক কোচ অস্কার ব্রুজন ছিলেন ইস্টবেঙ্গলের ডাগআউটে। সাবেক শিষ্যদের এক হালি গোল দিয়ে প্রথম জয় তুলে নিলেন এই স্প্যানিশ।

৩০ সেকেন্ডে প্রথম গোল করে ৩৩ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে হেরেছে লেবাননের নেজমেহ এফসির কাছে। ম্যাচ বাকি ভুটানের পারো এফসির বিপক্ষে। শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।

আরআই/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version