Site icon Amra Moulvibazari

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী আমিরাত

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী আমিরাত


বাংলাদেশে লজিস্টিক, পোর্ট, বিমান পরিবহন ও নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগে খুব আগ্রহ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাত। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানাতেও প্রস্তুত তারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

বৈঠকে সম্প্রতি ৫৭ বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ ছিল। পুরো জাতি খুব খুশি হয়েছে। এসময় আমিরাত সরকারকে ১০ লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানানোর জন্যও ধন্যবাদ জানান তিনি।

এসময় বাংলাদেশকে ‘দেশটির একটি গুরুত্বপূর্ণ সময়ে’ সমর্থন দেওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি বলেন, তারা অন্তর্বর্তী সরকার এবং এর ব্যবসাবান্ধব নীতির পাশে থাকবেন।

তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ পোর্ট অপারেটর ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি পোর্টস চট্টগ্রাম পোর্টে বিনিয়োগ করতে আগ্রহী, যা বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এছাড়া ইউএই’র আরেকটি শীর্ষ প্রতিষ্ঠান মাসদার নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে ভাসমান সৌর প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী।

অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার এরই মধ্যেই ব্যবসাবান্ধব নীতিগুলো বাস্তবায়ন করেছে এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আরও বিনিয়োগের আশা প্রকাশ করেন। আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশে আসার জন্য উন্মুখ বলেও জানান তিনি।

এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version