Site icon Amra Moulvibazari

দুই মেয়েকে বাবার মৃতদেহ দেখতে দেয় নি সৎ মা

দুই মেয়েকে বাবার মৃতদেহ দেখতে দেয় নি সৎ মা

সৎ মায়ের বাধায় নিজের বাবার বাসায় ঢুকতে পারছে না প্রয়াত ফ্লাইট কমান্ডার মোস্তফা জগলুল ওয়াহিদের দুই কন্যা। এ বিষয়ে গুলশান থানায় দুইবার জিডি করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তাদের। তারা বলছেন সৎ মা আঞ্জু কাপুর জোর করে বাবার অধিকার থেকে তাদের বঞ্চিত করছে।

২০০৫ সালে অবসর নেন ফ্লাইট কমান্ডার মোস্তফা জগলুল ওয়াহিদ। স্বনামধন্য পরিবারের সন্তান তিনি। নিজেও ছিলেন কর্মগুণে অনন্য। বিমানের ক্যাপ্টেন হিসাবে দেশের সরকার প্রধানের ফ্লাইট পরিচালনাও করেন তিনি।

গত ১০ অক্টোবর মারা যান জগলুল ওয়াহিদ। তখন থেকেই টানাপোড়ন শুরু। জগলুলের বিয়ে হয়ে যাওয়া দুই মেয়ের দাবি সৎ মা আঞ্জু কাপুর তাদেরকে বাবার লাশও গ্রহণ করতে দেয় নি।

শনিবার দুই বোন দিনভর বাসায় ঢুকার চেষ্টা করেন। কিন্তু তাদের বাসায় ঢুক্তে দেয় নি সৎ মা আঞ্জু কাপুর। বাবার মৃত্যুর পর গুলশান থানায় জিডিও করেন তারা। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয় নি পুলিশের পক্ষ থেকে।

Exit mobile version