Site icon Amra Moulvibazari

হল থেকে উদ্ধার অস্ত্র নিয়ে নীরব প্রশাসন

হল থেকে উদ্ধার অস্ত্র নিয়ে নীরব প্রশাসন


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর এসব অস্ত্র হল প্রভোস্টের কাছে হস্তান্তর করা হয়। সেসময় প্রভোস্ট যে সব কক্ষে অস্ত্র পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

গত ১৩ আগস্ট অস্ত্র উদ্ধারের দুই মাস ও প্রক্টর নিয়োগ দেওয়ার একমাস হয়ে গেলেও এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেননি প্রশাসন। হল প্রশাসনের এমন ভূমিকায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীরা জানায়, হল প্রশাসনের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন রুমে অস্ত্র ও মাদক পাওয়ার পরও এখনো কোনো আইনি ব্যবস্থা না নেওয়া বিস্ময়কর। যে সব নেতাকর্মীদের রুমে অস্ত্র ও মাদক পাওয়া গেছে তাদের অনেকে এখনো হলে অবস্থান করছেন। তারা অপরাধ করেও নিরপরাধীর মত ঘুরে বেড়াচ্ছেন। সময় ও সুযোগ হলে এরাই যে কোনো সময় অপরাধ সংঘটিত করতে পারে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে অন্যরাও হলে অস্ত্র ও মাদক রাখার সাহস পাবেন। সে কারণে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তারা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, যে সব কক্ষে অস্ত্র এবং মাদক পাওয়া গেছে তাদের বিচার যদি না হয় তাহলে আবার রুমে অস্ত্র, মাদক রাখার সংস্কৃতি তৈরি হবে। ফলে আমরা আবার পূর্বের সময়ে ফিরে যাবো। যেহেতু নতুন একটি দেশ আমরা পেয়েছি তাই আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না।

বাংলা বিভাগের শিক্ষার্থী মনজুরুল ইসলাম বলেন, সে সময় হল প্রভোস্ট আমাদের জানিয়েছেন নতুন প্রক্টর নিয়োগ দিলে এসব অস্ত্রের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্রক্টর নিয়োগের যেহেতু এক মাস হয়ে গেছে তাই হল প্রশাসনের উচিত এ অস্ত্রের বিষয়ে পদক্ষেপ নেওয়া।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. আমীরুল ইসলাম বলেন, আজকে অস্ত্র ও মাদক যাদের কক্ষে পাওয়া গেছে এগুলোর কাগজপত্র প্রস্তুত করার নির্দেশনা দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করলে আশা করি এ সপ্তাহের ভেতরে অস্ত্র ও মাদকের বিষয়ে পদক্ষেপ নিতে পারবো।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version