Site icon Amra Moulvibazari

সিলেটে রায়হান হত্যার মূল আসামীকে শীঘ্রই ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে রায়হান হত্যার মূল আসামীকে শীঘ্রই ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে রায়হান হত্যার মূল আসামী শনাক্ত হয়েছে। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

ঘাঁটাইলে একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে এক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। পুলিশও এর বাইরে নয়। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।

পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে সরকার কাজ করে যাচ্ছেও বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানের স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version