Site icon Amra Moulvibazari

মহানবী (সঃ) কে নিয়ে ফ্রান্সের অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি

মহানবী (সঃ) কে নিয়ে ফ্রান্সের অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ ( সঃ ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি।

বিবৃতিতে ওর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশনের পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ফরাসী সরকার।

এর ফলে মুসলিমদের সাথে ফ্রান্সের সম্পর্ক বিনষ্ঠ হবে। এর আগে ফরাসী নাগরিক স্যামুয়েল প্যাটির নির্মম হত্যাকান্ডের নিন্দা জানায় ওআইসি।

গেল সপ্তাহের এক ক্লাসে হযরত মোহাম্মদ ( সঃ ) এর ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনার ঘটনায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করে এক মুসলিম শিক্ষার্থী। এই ঘটনার পর দেশটিতে শুরু হয় তোলপাড়।

Exit mobile version