Site icon Amra Moulvibazari

চীন থেকে উড়ে আসা হলুদ ধুলাে থেকে উত্তর কোরিয়ায় ছড়াতে পারে করােনা

চীন থেকে উড়ে আসা হলুদ ধুলাে থেকে উত্তর কোরিয়ায় ছড়াতে পারে করােনা

চীন থেকে উড়ে আসা হলুদ ধুলাে থেকে ছড়াতে পারে করােনা । এমন আশংকায় নিজ দেশের জনগণকে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া ।

উত্তর কোরিয়া সরকার চীনের হলুদ ধুলাে নিয়ে সতর্ক বার্তা দেওয়ার পর রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তাগুলাে বৃহস্পতিবার মূলত জনশূণ্য ছিল ।

করােনা ঠেকাতে গত জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ করে দেয়াসহ কড়া সতর্কতা অবলম্বন করছে উত্তর কোরিয়া ।

Exit mobile version