রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মাহবুব হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রাকিব হোসেন জানান, তার ভাই বিদ্যুতের কাজ করতেন। দুপুরে দিকে দক্ষিণ বনশ্রী কাজী বাড়ি এলাকায় একটি ভবনের নবম তলায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে যান। তাকে প্রথমে মুগদা মেডিকেলে কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল।
নিহত মাহবুব হোসেন কুমিল্লার বুড়িচং থানা কিংবাজেহুড়া গ্রামের রফিকুল হোসেনের সন্তান। বর্তমানে বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর