Site icon Amra Moulvibazari

বান্দরবানে ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই যুবক

বান্দরবানে ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই যুবক


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির টহলদল ৩২ নম্বর সীমান্ত পিলারের জামালের ঘের এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, নাইক্ষ্যংছড়ির বালুখালী হেডম্যান পাড়ার কামাল হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮) এবং কক্সবাজার উখিয়া পালংখালী জুমের পাড়া এলাকার নূর হোছাইনের ছেলে মুশফিকুর রহমান (১৮)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির টহলদল ৩২ নম্বর সীমান্ত পিলারের জামালের ঘের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা নিজ হেফাজতে রাখার দায়ে মো. রিয়াজ উদ্দিন ও মুশফিকুর রহমান নামে ব্যক্তিকে আটক করা হয়।

নয়ন চক্রবর্তী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version