Site icon Amra Moulvibazari

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ২৪ ঘন্টা যেতে না – যেতেই আবার দখল

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ২৪ ঘন্টা যেতে না – যেতেই আবার দখল

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সােমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নাম্বার ওয়াড এর কয়েকটি এলাকায় অভিযান চালানাে হয় । কিন্তু অভিযানে ২৪ ঘন্টা যেতে না – যেতেই উচ্ছেদের জায়গাগুলাে আবার দখল হয়ে গেছে ।

আর এসব দখলদারিত্বের স্থানীয় কয়েকটি রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন জড়িত থাকার অভিযােগ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ।

আর রাস্তা ফুটপাত দখল মুক্ত রাখতে প্রশাসনে ইচ্ছাই যথেষ্ট বলে মত মিরপুর ব্যবসায়ী সমিতির । । ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড । দেখে ভােঝার উপায় নেই ৪৮ ঘন্টা অর্থাৎ গেল সােমবার ওয়ার্ডটির সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

কিন্তু মঙ্গলবার সরজমিনে দেখা যায় আবার ফুটপাতে দখল করে আছেন হকাররা । আছে গাড়ির গ্যারেজস্ট্যান্ডও । ঝুঁকি নিয়েই চলাচল করছেন পথচারীরা । স্থানীয় বাসিন্দাদের অভিযােগ , দিনে ১০০ টাকা করে চাঁদা দিয়ে ফুটপাতে দোকান বসানাে হয় ।

এছাড়া মিরপুর ১ সিটি কর্পোরেশন এর মার্কেট প্রবেশ পথে দোকান বসানাে । মিরপুর ১ সিটি কর্পোরেশন দোকান মালিক সমিতি সভাপতি + কাউন্সিলর ফুটপাত ও অবৈধ স্থাপনাসহ সিটি কর্পোরেশনের সম্পত্তি রক্ষায় ওয়ার্ডের প্রায় প্রতিটি এলাকায় অভিযান অব্যাহত রাখার কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ।

Exit mobile version