Site icon Amra Moulvibazari

ব্যাংকে থাকা অবস্থায় গ্রাহকের পেনশনের এক লাখ টাকা চুরি!

ব্যাংকে থাকা অবস্থায় গ্রাহকের পেনশনের এক লাখ টাকা চুরি!


রাজধানীর মোহাম্মদপুর এখন যেন অপরাধের স্বর্গরাজ্য। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও টাকা লুটের মতো ঘটনা ঘটছে। এবার ব্যাংক থেকে দিনে-দুপুরে এক বয়োজ্যেষ্ঠ গ্রাহকের টাকা চুরির অভিযোগ পাওয়া গেলো।

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সোনালী ব্যাংকের কলেজ গেট শাখা থেকে টাকা উত্তোলন করে শপিং ব্যাগে রাখেন মো. খলিলুর রহমান (৭০) নামের একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। এরপর দুষ্কৃতকারীরা ব্লেড দিয়ে শপিং ব্যাগ কেটে খলিলুর রহমানের পেনশনের এক লাখ টাকা চুরি করে ব্যাংক থেকে সটকে পড়েন।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ৭০ বছর বয়সী খলিলুর রহমান। তিনি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী খলিলুর রহমান জাগো নিউজকে জানান, ২৪ অক্টোবর বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের কলেজ গেট শাখায় টাকা উত্তোলন করতে যান তিনি। তার অ্যাকাউন্ট থেকে এক লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করে শপিং ব্যাগে রাখেন। তবে চেক বইয়ের পাতা শেষ হয়ে যাওয়ায় চেক বইয়ের পাতা উত্তোলনের সময় তার হাতে থাকা শপিং ব্যাগ ব্লেড দিয়ে কেটে এক লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যান দুষ্কৃতকারীরা। ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয় এবং মোহাম্মদপুর থানায় গিয়ে একটি জিডি করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভগী বলেন, ‘২০১৪ সালে খাদ্য বিভাগের ইন্সপেক্টর পদে থাকা অবস্থায় অবসরে যাই। টাকাটা আমার পেনশনের জমানো। চাকরিজীবনে এক টাকাও হারাম খাইনি। কোনো ফ্ল্যাট কিনিনি। ঢাকায় এখনো ভাড়া বাসায় থাকি।’

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জাগো নিউজকে বলেন, ‘ঘটনাটি আমাকে এখনো জানানো হয়নি। ভুক্তভোগী থানায় আসলে আমরা মামলা নিয়ে দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনবো।

টিটি/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version