৫ দফা বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় নষ্ট হয়ে গেছে সবজি । দেশের অন্যতম বড় পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজির দাম অন্য বছরের তুলনায় বেশি । তবে ওই হাট থেকে প্রায় দ্বিগুন দামে দেশের বড় শহরে সবজি বিক্রি হচ্ছে বলে অভিযােগ ব্যবসায়ীদের ।
এজন্য প্রান্তিক কৃষক দাম পাচ্ছেন । পাইকারী ব্যবসায়ীরা এর কারন হিসেবে পরিবহন ও শ্রমিক খরচের দোহাই দিচ্ছেন ।
কাচামালের জন্য দেশের অন্যতম বড় পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাট । রাজধানীসহ দেশের বড় শহরগুলাের সবজির যােগান দিতে এই হাটের ভূমিকা উল্লেখযােগ্য । চলতি বছর কয়েকদফা বন্যায় উত্তরাঞ্চলে বড় ক্ষতি হয় সবজির । অনেক কৃষক এখনাে শীতের সবজির চারা রােপন করতে পারেনি জমিতে ।
এর প্রভাব পড়েছে মহাস্থান হাটে । বেশিরভাগ সবজির দাম আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে গেছে । পাইকারি এই বাজারে এখন মুলা ১২ শ টাকা , ফুলকপি ২৬ শ টাকা , লাউ এক হাজার টাকা , পেঁপে ১১ শ টাকা এবং করলা বিক্রি হচ্ছে ২ হাজার টাকা মণ দরে । তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে মরিচের । কাচা মরিচের মণ প্রায় ৬ হাজার টাকা ।
কৃষকরা বলছেন , এসব সবজি প্রায় দ্বিগুণ দামে রাজধানীতে বিক্রি হলেও তারা সেই মূল্য পান না । পাইকারি ব্যবসায়ীদের দাবি , পরিবহন , শ্রমিক ও দৈনিক খরচ মিলিয়ে লাভ খুব বেশি নয় ।
গেল বছর মহাস্থান হাটে ফুলকপি বিক্রি হয় দেড় হাজার টাকা মণ দরে । মুলা বিক্রি হয় সাড়ে ৭ শ টাকা দরে ।