Site icon Amra Moulvibazari

নিহত রায়হানের পরিবারের প্রতি সমবেদনা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মােমেন

নিহত রায়হানের পরিবারের প্রতি সমবেদনা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মােমেন

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের পরিবারের প্রতি সমবেদনা জানাতে নগরীর আখালিয়া নেহাড়িপাড়ায় তার বাড়িতে যান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মােমেন । দুপুরে রায়হানের বাড়িতে তার মা ও পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ সময় কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি । জানান , সিলেটে রাজন হত্যা এবং খাদিজার উপর হামলাকারি কেউই রেহাই পায়নি । বিদেশ থেকে আসামী এনেও বিচারের নজির রয়েছে । তাই রায়হান হত্যায় মূল হােতা এস আই আকবরকেও গ্রেপ্তার করা হবে ।

এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হবে বলে ও আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী ।

Exit mobile version