Site icon Amra Moulvibazari

কুতুবদিয়ায় রান্নাঘরের মেঝেতে মিললো মা-মেয়ের মরদেহ

কুতুবদিয়ায় রান্নাঘরের মেঝেতে মিললো মা-মেয়ের মরদেহ


কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩২) ও মেয়ে জারিয়া আকতার (৬)।

এলাকাবাসীর বরাতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, দুপুরে বাড়ির কর্তা নুর আকতার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। তিনি নামাজ শেষে বাড়ি ফিরে কারও সাড়া শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এসময় রান্নাঘরের মেঝেতে স্ত্রী-মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ওসি বলেন, পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘরের ভেতর আলমিরা ও অন্যান্য মালামাল তছনছ অবস্থায় রয়েছে। কিছু একটা খুঁজেছেন হত্যাকারীরা। তবে কারা বাড়িতে ঢুকে এমন ঘটনা ঘটালো তা নিশ্চিত করতে পারছে না কেউ।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version