Site icon Amra Moulvibazari

মরক্কো-পিএসজি তারকার অকাল মৃত্যু

মরক্কো-পিএসজি তারকার অকাল মৃত্যু


মরক্কোর সাবেক ফুটবলার আব্দেল আজিজ বারাদারের আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। বারাদার মৃত্যুকে ‘মহা ট্রাজেডি’ বলে উল্লেখ করেছে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন (এফআরএমএফ)।

কী কারণে বারাদার মারা গেছেন, তা উল্লেখ করা হয়নি। তবে মরক্কোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

ফরাসি লিগ ওয়ানের ক্লাব মার্সেইলের হয়ে ৩৩ ম্যাচ খেলেছেন বারাদা। এছাড়া পিএসজির বেঞ্চ টিমেও ছিলেন এই মিডফিল্ডার। পিএসজির সিনিয়র দলে না খেললেও বি-টিমে খেলেছেন বারাদা।

বারাদার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পিএসজি ও মার্সেইলে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্সেইলে লিখেছে, ‘ক্লাবটি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং দুঃখ-ভারাক্রান্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছে।’

পিএসজি এক্সে লিখেছে, ‘প্যারিস সেন্ট-জার্মেই তার পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

ফ্রান্সে জন্মগ্রহণকারী বারাদা মরক্কোর হয়ে ২৬টি ম্যাচ খেলেন। ২০১১ সালে আফ্রিকা নেশনস কাপে ফাইনালিস্ট মরক্কোর দলে ছিলেন বারাদা।

এছাড়া স্প্যানিশ লা লিগার ক্লাব গেটাফে, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর, কাতারের ক্লাব আল শাহাবানি, আরব আমিরাতের ক্লাব আল জাজিরার হয়েও খেলেছেন বারাদা।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version