Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি


ছবি: সংগৃহীত

ক্রমেই অবনতি হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের বন্যা পরিস্থিতির। শুক্রবারও বেশকিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর ফলে নতুনভাবে আরও অনেক বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলি জমি তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। প্রাণহানি এড়াতে ঝুঁকিতে থাকা স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

বৈরী আবহাওয়ার মাঝেও চলছে জরুরি উদ্ধার অভিযান। এরই মধ্যে ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পুনর্গঠনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে কাজ। দুর্যোগ কবলিত রাজ্যটির ৮টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৫ শতাধিক বাসিন্দা। দুর্গত বাসিন্দাদের ত্রাণ সহায়তা দিতে ৩০ লাখ ডলার ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। সপ্তাহব্যাপী বন্যায় এখনো পর্যন্ত ৩৭ জনের প্রাণহানি হয়েছে। ৮ হাজারের বেশি পরিবারে এখনো বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।

ইউএইচ/



Exit mobile version