Site icon Amra Moulvibazari

পেরুতে প্রাণ বাঁচানোর সময় নিজেই ঝুঁকিতে পড়লেন উদ্ধারকর্মী

পেরুতে প্রাণ বাঁচানোর সময় নিজেই ঝুঁকিতে পড়লেন উদ্ধারকর্মী


প্রাণ বাঁচানোর সময় নিজেই পড়লেন মৃত্যুঝুঁকিতে! পেরুতে চলমান দুর্যোগ পরিস্থিতিতে বিপদের মুখোমুখি উদ্ধারকর্মীরা। রাজধানীর খুব কাছেই ‘হান মার্তিন দে পোরেস’ এলাকায় ভূমিধসের পর নদীর স্রোতে ভেসে যান দুই বাসিন্দা। তাদের সন্ধানে নামেন উদ্ধারকর্মীরা। খবর রয়টার্সের।

কিন্তু অভিযানের সময় দুর্ঘটনাবশত এক উদ্ধারকর্মীর ওপরই গড়িয়ে পড়ে বাড়ির ভাঙা অংশ। সাথে-সাথেই জ্ঞান হারান তিনি। সহকর্মীদের চেষ্টায় তাকে ওপরে তোলা হয়। বর্তমানে লয়োলা নামের ঐ উদ্ধারকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে নিখোঁজ ব্যক্তিদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গেলো মাস থেকে, সাইক্লোন- ইয়াকু’র তাণ্ডবের পর হওয়া বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অর্ধ-শতাধিকে।

এটিএম/



Exit mobile version